ফরহাদ
মজহার
আরও
বলেন,
‘ছাত্রদের
বিরুদ্ধে
একটি
প্রচার
হচ্ছে
যে
তারা
বিশৃঙ্খলা
চায়।
তারা
কোনো
ইতিবাচক
ভূমিকা
রাখতে
চায়
না।
৫
আগস্টে
বাংলাদেশ
যে
রাজনীতির
জন্ম
দিয়েছে,
এই
রাজনীতি
ঐতিহাসিকভাবে
নতুন
ধরনের
রাজনীতি।
এই
রাজনীতি
বলছে,
গাঁথুনিক
রাজনীতি,
পুরোনো
সাম্রাজ্যবাদের
বিরুদ্ধে
লড়াই।’
নারীর
অধিকার
প্রসঙ্গে
ফরহাদ
মজহার
বলেন,
যে
অধিকার
নারীকে
সমাজের
অত্যন্ত
সামনের
সারিতে
নিয়ে
আসার
জন্য
যে
ধরনের
পারিবারিক
আইন,
সামাজিক
আইন
দরকার,
তা
সবাই
মিলে
একত্রে
বসে
ঠিক
করতে
হবে।
অধিবেশনে
আরও
অংশ
নেন
প্রেস
ইনস্টিটিউট
বাংলাদেশের
(পিআইবি)
মহাপরিচালক
ফারুক
ওয়াসিফ।
তিনি
বলেন,
এরশাদ
সরকার
ও
শেখ
হাসিনা
সরকারের
মধ্যে
একটা
মিল
হচ্ছে,
তারা
উভয়েই
একটা
উপমহাদেশীয়
পরাশক্তি
বা
ফ্যাসিবাদের
দুর্গ
দিল্লির
প্রতিনিধি
হিসেবে
বাংলাদেশকে
শাসন
করেছিল।
তাই
দুবারই
গণ-অভ্যুত্থান
ভারতবিরোধী
হয়ে
পড়ে।
বাংলা
একাডেমির
মহাপরিচালক
অধ্যাপক
মোহাম্মদ
আজমের
সঞ্চালনায়
অধিবেশনে
আরও
বক্তব্য
দেন
ইউনিভার্সিটি
অব
ব্রুনেই
দারুসসালামের
সহযোগী
অধ্যাপক
ইফতেখার
ইকবাল।
এডমিন 








