আমির
হোসেন
বলেন,
চাঁদার
টাকার
জন্য
দলবল
নিয়ে
বাড়িতে
গিয়ে
রাতে-দিনে
দরজা-জানালায়
পিটিয়ে,
গালমন্দ
করে
আতঙ্ক
সৃষ্টি
করা
হতো।
নিরুপায়
হয়ে
বিষয়টি
কুমিল্লা
উত্তর
জেলা
বিএনপির
সাবেক
যুগ্ম
সাধারণ
সম্পাদক
রিজভিউল
আহসানকে
জানান।
তিনি
মামলা
করার
পরামর্শ
দিলে
গতকাল
রাতে
থানায়
মামলা
করেছেন।
তিনি
বলেন,
‘আমি
সামান্য
আয়ের
মানুষ।
মাসে
এত
টাকা
চাঁদা
কীভাবে
দেব?
মামলা
করলেও
আমি
এখনো
আতঙ্কের
মধ্যেই
আছি।’
জানতে
চাইলে
বিএনপি
নেতা
রিজভিউল
আহসান
মুন্সী
বলেন,
‘চাঁদাবাজদের
সঙ্গে
কোনো
আপস
নেই।
সে
যে-ই
হোক
বা
যে
দলেরই
হোক।
আমির
হোসেন
নামের
ব্যবসায়ী
থানায়
অভিযোগ
করলে
আমি
পুলিশকে
অনুরোধ
করে
বলেছি,
চাঁদাবাজদের
পক্ষে
যারা
সুপারিশ
করবে,
তাদেরও
আইনের
আওতায়
আনতে।’
এডমিন 







