এই
আসনে
জেলা
বিএনপির
সাবেক
সাধারণ
সম্পাদক
ও
বর্তমান
আহ্বায়ক
কমিটির
সদস্য
সাইফুর
রহমানকে
মনোনয়ন
দিয়েছে
বিএনপি।
সমাবেশে
বক্তারা
বলেন,
ইউনুছ
আলীকে
মনোনয়ন
বঞ্চিত
করায়
স্থানীয়
নেতা-কর্মীদের
মধ্যে
ক্ষোভ
সৃষ্টি
হয়েছে।
‘অযোগ্য’
প্রার্থী
মনোনয়ন
পাওয়ায়
সেখানে
বারবার
বিএনপি
পরাজিত
হয়েছে।
তাই
প্রার্থী
মনোনয়নের
বিষয়টি
আবার
বিবেচনার
জন্য
কেন্দ্রের
প্রতি
আহ্বান
জানান
তাঁরা।
রাজশাহী-৩
(পবা-মোহনপুর)
আসনে
‘স্থানীয়’
নেতাদের
কাউকে
প্রার্থী
না
করায়
বিক্ষোভ
অব্যাহত
রয়েছে।
গতকাল
বিকেলে
পবা
উপজেলার
নওহাটা
বাজারে
রাজশাহী-নওগাঁ
মহাসড়কের
নওহাটা
কলেজ
মোড়
এলাকা
স্থানীয়
বিএনপির
নেতা-কর্মীরা
সড়ক
অবরোধ
করে
বিক্ষোভ
করেন।
বিক্ষোভকারীরা
অভিযোগ
করেন,
রাজশাহীর
ছয়
আসনের
মধ্যে
পাঁচটিতেই
স্থানীয়
প্রার্থী
দেওয়া
হলেও
এই
আসনে
‘বহিরাগত’
একজনকে
প্রার্থী
করা
হয়েছে।
তিনি
হলেন
বিএনপির
কেন্দ্রীয়
কমিটির
ত্রাণ
ও
পুনর্বাসনবিষয়ক
সহসম্পাদক
শফিকুল
হক।
তিনি
দীর্ঘদিন
স্থানীয়
রাজনীতি
থেকে
দূরে
ছিলেন।
তিনি
রাজশাহী-২
(সদর)
আসনের
ভোটার।
তাঁর
প্রতি
তৃণমূল
নেতা-কর্মীদের
আস্থা
নেই।
এ
কারণে
প্রার্থী
পরিবর্তন
করতে
হবে।
[প্রতিবেদন
তৈরিতে
সহায়তা
করেছেন
নিজস্ব
প্রতিবেদক,
রাজশাহী,
টাঙ্গাইল
ও
সাতক্ষীরা
এবং
প্রতিনিধি,
জামালপুর
ও
কুড়িগ্রাম]
এডমিন 












