বাড়তি
বিদ্যুৎ
বিল
নিয়ে
দীর্ঘদিন
ধরে
ক্ষুব্ধ
উপজেলার
গ্রাহকেরা।
তাঁদের
অভিযোগ,
অবৈধ
সংযোগ
দিয়ে
বিদ্যুৎ
বিভাগের
লোকজন
আর্থিক
সুবিধা
নিচ্ছেন।
আর
সাধারণ
গ্রাহকদের
মিটার
রিডিংয়ের
অতিরিক্ত
বিল
ধরিয়ে
দেওয়া
হচ্ছে।
বারবার
অভিযোগ
করলেও
সমস্যা
সমাধানে
কোনো
কার্যকর
উদ্যোগ
নেওয়া
হয়নি।
কলোনিপাড়া
এলাকার
আরমান
হোসেন
বলেন,
‘আমার
বাসায়
গত
মাসে
বিল
এসেছে
২
হাজার
১০০
টাকা।
আর
এ
মাসে
বিল
দিয়েছি
৪
হাজার
১০০
টাকা।
অথচ
বাড়িতে
একটি
টেলিভিশন,
তিনটি
বাতি
আর
একটি
ফ্যান
চলে।’
এডমিন 










