শিক্ষকদের
কথার
ফাঁকে
ফাঁকে
চলে
গান
ও
নৃত্য।
নৃত্য
পরিবেশন
করেন
জাতীয়
পর্যায়ে
পুরস্কারপ্রাপ্ত
আবদুস
ছাত্তার
কালুর
দল
ও
রাজবাড়ী
বন্ধুসভার
বন্ধুসভার
খুদে
শিল্পী
কুহেলি
সরকার।
এ
ছাড়া
গান
পরিবেশন
করে
বন্ধুসভার
বন্ধু
তীর্থ,
মাহবুব,
সাবিদ,
অনন্যা,
মুগ্ধতা
ও
জলসা।
গানের
সঙ্গে
আনন্দ-উল্লাসে
মেতে
ওঠে
শিক্ষার্থীরা।
হাসি-আনন্দ
ও
করতালিতে
মুখর
হয়ে
ওঠে
পুরো
মিলনায়তন।
শিক্ষার্থীদের
উদ্দেশে
বক্তব্যে
রাজবাড়ী
সরকারি
আদর্শ
মহিলা
কলেজের
অধ্যক্ষ
মো.
শওকত
আলী
বলেন,
‘ভালো
মানুষ
হতে
হবে।
ভালো
মানুষ,
ভালো
দেশ,
স্বর্গভূমির
বাংলাদেশ।
এই
প্রত্যয়ে
আজকে
প্রমাণ
করে
আপনারা
নিজেকে
ভালোবাসেন,
পরিবারকে
দেশকে
ভালোবাসেন,
পরিবারকে
ভালোবাসেন।’
এডমিন 















