২০১৯
সালের
৫
আগস্ট
সংবিধানের
৩৭৯
অনুচ্ছেদ
খারিজ
ও
রাজ্য
ভেঙে
দুটি
কেন্দ্রশাসিত
অঞ্চল
গঠনের
পর
এই
সংগঠনের
জন্ম।
এই
সংগঠনের
ষষ্ঠ
প্রতিবেদন
সম্প্রতি
প্রকাশিত
হয়েছে।
সরকারি
সূত্র
অনুযায়ী
পাওয়া
তথ্য,
গণমাধ্যমের
প্রকাশিত
প্রতিবেদন,
বিভিন্ন
বেসরকারি
অলাভজনক
সংস্থার
তথ্যানুসন্ধানী
প্রতিবেদন,
গুরুত্বপূর্ণ
ব্যক্তিদের
সাক্ষাৎকার
এবং
তথ্য
জানার
অধিকার
আইন
অনুযায়ী
প্রাপ্ত
সরকারি
তথ্যের
ওপর
ভিত্তি
করে
এই
প্রতিবেদন
তৈরি
করা
হয়েছে।
প্রতিবেদনে
বলা
হয়েছে,
২০২৪
সালে
বিধানসভার
নির্বাচন
সত্ত্বেও
জম্মু–কাশ্মীরের
মানুষ
নিজেদের
ক্ষমতাবান
মনে
করেননি।
তাঁরা
মনে
করেন,
ভোট
হলেও
তাঁরা
ক্ষমতাচ্যুত
থেকে
গেছেন।
নির্বাচিত
মুখ্যমন্ত্রী
নন,
আসল
ক্ষমতাবান
উপরাজ্যপাল।
তিনিই
পুলিশ,
আমলাশাহি
সবার
নিয়ন্ত্রক।
জম্মু–কাশ্মীর
রাজ্যের
দ্বিখণ্ডীকরণ
এবং
সংবিধানের
৩৭০
অনুচ্ছেদ
রদের
ছয়
বছর
পূর্তির
সময়
এই
প্রতিবেদন
পেশ
হয়েছে।
কেন্দ্রীয়
সরকারের
নীতির
সমালোচনা
করে
তাতে
বলা
হয়েছে,
জম্মু–কাশ্মীরকে
কেন্দ্রশাসিত
অঞ্চল
করার
পর
প্রশাসনিক
ক্ষমতা
কেন্দ্রীয়
সরকার
কুক্ষিগত
করেছে।