১৩
নভেম্বর
৯৬
জনের
নাম
উল্লেখ
করে
এবং
আরও
৪০০
থেকে
৫০০
অজ্ঞাত
ব্যক্তিকে
আসামি
করে
মামলাটি
করেন
শিরিন
বেগম।
এ
মামলায়
বিএনপি,
জামায়াতে
ইসলামী,
আওয়ামী
লীগ,
জাতীয়
নাগরিক
পার্টিসহ
(এনসিপি)
শিক্ষক,
সাংবাদিক,
চিকিৎসক,
আইনজীবী,
ব্যবসায়ী,
পরিবেশবাদী,
সামাজিক
ও
সাংস্কৃতিক
কর্মী,
বিভিন্ন
দলের
নেতা-কর্মীদের
আসামি
করা
হয়।
অভিযোগ
আমলে
নিয়ে
আদালত
তদন্তের
দায়িত্ব
দেয়
ফরিদপুরের
পুলিশ
ব্যুরো
অব
ইনভেস্টিগেশনকে
(পিবিআই)।
মামলার
পর
এলাকায়
ব্যাপক
আলোচনা-সমালোচনা
ও
উত্তেজনা
সৃষ্টি
হয়।
অনেকেই
গ্রেপ্তার
আতঙ্কে
এলাকা
ছাড়েন।
স্থানীয়ভাবে
মামলাটি
উদ্দেশ্যপ্রণোদিত
বলে
সমালোচনা
করা
হয়।
এ
বিষয়ে
উপজেলা
ইমান-আকিদা
রক্ষা
কমিটি
১৭
নভেম্বর
উপজেলা
নির্বাহী
কর্মকর্তার
কাছে
মামলাটি
প্রত্যাহারের
দাবি
জানায়।
এডমিন 
















