যাঁদের
পরিবারের
হিসাব
তলব
করা
হয়েছে,
তাঁরা
হলেন
বাংলাদেশ
ব্যাংকের
সাবেক
গভর্নর
আতিউর
রহমান,
ফজলে
কবির
ও
আব্দুর
রউফ
তালুকদার।
এর
মধ্যে
ফজলে
কবিরের
মেয়াদে
ব্যাংক
দখল
করে
লুটপাট
শুরু
হয়।
এই
প্রক্রিয়া
অব্যাহত
থাকে
আব্দুর
রউফ
তালুকদারের
মেয়াদেও।
এ
ছাড়া
আব্দুর
রউফ
তালুকদারের
মেয়াদে
টাকা
ছাপিয়ে
ঋণ
দিয়ে
ব্যাংকগুলো
থেকে
অর্থ
লোপাটের
সুযোগ
দেওয়া
হয়।
এ
ছাড়া
সাবেক
যেসব
ডেপুটি
গভর্নরের
ব্যাংক
হিসাব
তলব
করা
হয়েছে,
তাঁরা
হলেন
সরকার
পতনের
পর
দুদকের
মামলায়
কারাগারে
থাকা
এস
কে
সুর
চৌধুরী,
সাবেক
ডেপুটি
গভর্নর
এস
এম
মনিরুজ্জামান,
কাজী
ছাইদুর
রহমান
ও
আবু
ফরাহ
মো.
নাছের।
এর
মধ্যে
এস
এম
মনিরুজ্জামানের
বিরুদ্ধে
আওয়ামী–ঘনিষ্ঠ
ব্যবসায়ীদের
অবৈধ
সুবিধা
ও
আবু
ফরাহ
মো.
নাছেরের
বিরুদ্ধে
নীতিমালা
শিথিল
করে
সুবিধা
দেওয়ার
অভিযোগ
আছে।
এডমিন 







