ট্রেনের
যাত্রী
বজলুর
রহমান
প্রথম
আলোকে
বলেন,
তিনি
ঢাকা
থেকে
কুষ্টিয়া
যাচ্ছিলেন।
ভাঙ্গায়
এসে
আটকা
পড়েছেন।
তিনি
বলেন,
‘দেশে
কোনো
সরকার
আছে
কি
না,
কীভাবে
বুঝব?
স্থানীয়
একটি
সমস্যার
জন্য
আমাদের
কেন
ভোগান্তির
শিকার
হতে
হবে?’
ভাঙ্গা
রেলস্টেশনের
সহকারী
স্টেশনমাস্টার
রনি
ব্যাপারী
বলেন,
খুলনা
ছেড়ে
আসা
নকশীকাঁথা
কমিউটার
ট্রেনটি
সকাল
৯টা
৫
মিনিটের
দিকে
ভাঙ্গার
হামিরদী
এলাকায়
জনতা
আটকে
রাখে।
ওই
ট্রেন
থেকে
ভাঙ্গা
স্টেশনের
দূরত্ব
অন্তত
পাঁচ
কিলোমিটার।
প্রত্যক্ষদর্শী
কয়েকজন
জানান,
অবরোধকারীদের
মধ্যে
অনেক
নারীও
অংশ
নিয়েছেন।
তাঁরা
লাল
পতাকা
নাড়িয়ে
ট্রেনটি
থামান
এবং
ট্রেন
চলাচল
বন্ধ
করে
দেন।
তবে
অবরোধকারীরা
ট্রেনে
আটকা
পড়া
কোনো
যাত্রীর
সঙ্গে
দুর্ব্যবহার
করেননি।
এডমিন 















