প্রায়
৩
কোটি
টাকার
জ্ঞাত
আয়বহির্ভূত
সম্পদ
অর্জন
ও
সাড়ে
১২
কোটি
টাকার
সন্দেহজনক
লেনদেনের
অভিযোগে
শেখ
রেহানার
ছেলে
রাদওয়ান
মুজিব
সিদ্দিকের
বিরুদ্ধে
মামলা
করেছে
দুর্নীতি
দমন
কমিশন
(দুদক)।
গতকাল
রোববার
ঢাকার
সমন্বিত
জেলা
কার্যালয়ে
দুদকের
উপসহকারী
পরিচালক
মো.
আবদুল্লাহ
আল
মামুন
বাদী
হয়ে
মামলাটি
করেন।
আজ
সোমবার
দুদকের
জনসংযোগ
বিভাগ
এ
তথ্য
জানায়।
মামলার
এজাহারে
বলা
হয়,
রাদওয়ান
মুজিব
সিদ্দিক
জ্ঞাত
আয়বহির্ভূতভাবে
২
কোটি
৮৯
লাখ
৩
হাজার
৩৫৫
টাকার
সম্পদ
অর্জন
করেছেন।
তাঁর
নামে
কোনো
স্বীকৃত
ব্যবসা
বা
পেশাগত
উৎস
না
থাকা
সত্ত্বেও
তিনি
৩টি
ব্যাংক
হিসাবে
মোট
১২
কোটি
৪৮
লাখ
৪০
হাজার
৫৪৯
টাকার
অস্বাভাবিক
ও
সন্দেহজনক
লেনদেন
করেছেন।
এডমিন 






