১৩৫
রানের
লক্ষ্য।
সিলেট
আন্তর্জাতিক
ক্রিকেট
স্টেডিয়ামের
একাডেমি
মাঠে
আজ
সেই
লক্ষ্যটা
৯
উইকেট
ও
১৮
বল
হাতে
রেখেই
পেরিয়ে
গেল
ঢাকা
বিভাগ।
সিলেট
বিভাগকে
হারিয়ে
তৃতীয়
ম্যাচে
দ্বিতীয়
জয়ে
আপাতত
পয়েন্ট
তালিকার
শীর্ষেও
উঠে
গেল
মাহিদুল
ইসলামের
দল।
তিন
ম্যাচে
৫
পয়েন্ট
ঢাকা
বিভাগের।
রান
তাড়ায়
ঢাকার
উদ্বোধনী
জুটিই
১১.৫
ওভারে
তুলে
ফেলে
৯৩
রান।
সিলেটের
লেগ
স্পিনার
নাঈম
হোসেন
আশিকুর
রহমানকে
ফিরিয়ে
ভাঙেন
জুটি।
আউট
হওয়ার
আগে
ইনিংস
সর্বোচ্চ
৬০
রান
করেছেন
আশিকুর।
৩৯
বলের
ইনিংসে
৬টি
চার
ও
৩টি
ছক্কা
মেরেছেন
বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯
দলের
হয়ে
খেলা
এই
ব্যাটসম্যান।
এডমিন 









