আইকম্যান:
না।
কিছু
কৌশলগত
ভুল
হয়েছে।
যেমন
অস্ট্রেলিয়া
ম্যাচে
রক্ষণ
সংগঠন
ঠিক
রাখতে
পারিনি
আমরা।
বলের
দিকে
অতিরিক্ত
ছুটেছি,
কখন
প্রেস
করতে
হবে
আর
কখন
পিছিয়ে
আসতে
হবে
তা
নিয়ে
দ্বিধায়
ছিলাম।
গত
জুনিয়র
বিশ্বকাপের
রানার্সআপ
ফ্রান্সের
বিপক্ষে
ম্যাচটি
আমরা
জিততেও
পারতাম।
সেটি
জিতলে
আমরা
আরও
ওপরের
দিকে
থাকতে
পারতাম,
এমনকি
সেরা
১২-তেও।
তা
হয়নি
বলে
খেলোয়াড়দের
মনকষ্ট
আমাকে
স্পর্শ
করেছে।
খেলোয়াড়দের
দোষ
দেওয়া
যায়
না,
কারণ
তারা
এত
ভালো
দলের
সঙ্গে
খেলতে
অভ্যস্ত
ছিল
না।
আসলে
এই
বিশ্বকাপটা
ছিল
আমাদের
শেখার
ও
অভিজ্ঞতা
অর্জনের।
দুটোই
হয়েছে।
এডমিন 


















