রোববার
ফরাসি
গণমাধ্যমের
প্রতিবেদনে
বলা
হয়েছে,
চুরির
ঘটনাস্থল
থেকে
উদ্ধার
করা
ডিএনএ
নমুনার
সূত্র
ধরেই
এক
সন্দেহভাজনের
পরিচয়
শনাক্ত
করা
সম্ভব
হয়েছে।
ডাকাতেরা
গ্লাভস
ও
জ্যাকেটসহ
কিছু
জিনিস
ফেলে
গিয়েছিল
।
ফ্রান্স
সরকার
ও
জাদুঘরের
কর্মকর্তারা
বলেছেন,
রোববার
জাদুঘর
খোলার
কিছুক্ষণ
পরই
কয়েকজন
অনুপ্রবেশকারী
একটি
জানালার
ভেতর
দিয়ে
অ্যাপোলো
গ্যালারিতে
ঢোকেন।
এ
জন্য
তাঁরা
আসবাব
তোলার
একটি
মই
ব্যবহার
করেন।
মাত্র
চার
মিনিটের
মধ্যে
চোরের
দল
জাদুঘরের
ভেতরে
প্রবেশ
করে
নেপোলিয়ন
যুগের
আটটি
মূল্যবান
রত্নালংকার
নিয়ে
মোটরসাইকেলে
চড়ে
পালিয়ে
যায়।
এডমিন 







