ঢাকা
বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসে
ডাকসুর
এক
নেতার
একজন
প্রবীণ
ব্যক্তিকে
লাঠি
হাতে
শাসানোর
একটি
ভিডিও
সামাজিক
যোগাযোগমাধ্যমে
ছড়িয়ে
পড়েছে।
ভিডিওতে
দেখা
যায়,
ডাকসুর
কার্যনির্বাহী
সদস্য
সর্বমিত্র
চাকমা
ওই
ব্যক্তিকে
লাঠি
হাতে
শাসাচ্ছেন
এবং
ক্যাম্পাস
থেকে
চলে
যেতে
বলছেন।
ভিডিওতে
আরও
দেখা
যায়,
প্রক্টরিয়াল
টিমের
একজন
সদস্য
ওই
ব্যক্তির
ব্যাগে
লাঠি
দিয়ে
কয়েকবার
আঘাত
করছেন।
গত
মঙ্গলবার
রাতে
এ
ঘটনা
ঘটে।
পরে
ভিডিওটি
সামাজিক
যোগাযোগমাধ্যমে
ছড়িয়ে
পড়লে
শুরু
হয়
সমালোচনা।
অনেকে
বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসে
প্রবীণ
এক
ব্যক্তির
সঙ্গে
এমন
আচরণের
প্রতিবাদ
জানান।
আবার
কেউ
কেউ
এ
ঘটনার
পক্ষে
অবস্থান
জানিয়েছেন।
এডমিন 














