জুলাই
ঘোষণাপত্রে
কী
কী
থাকছে,
তার
একটি
খসড়া
সংশ্লিষ্ট
সূত্রে
পাওয়া
গেছে।
খসড়ায়
মোট
২৬টি
দফার
উল্লেখ
আছে।
এর
মধ্যে
প্রথম
২১টিতে
সংক্ষেপে
মহান
মুক্তিযুদ্ধসহ
বাংলাদেশের
মানুষের
অতীতের
বিভিন্ন
ঐতিহাসিক
ও
গণতান্ত্রিক
সংগ্রাম
থেকে
শুরু
করে
জুলাই
গণ-অভ্যুত্থানের
প্রেক্ষাপট
বর্ণনা
করা
হয়েছে।
এদিকে
জুলাই
গণ-অভ্যুত্থান
দিবস
উপলক্ষে
মানিক
মিয়া
অ্যাভিনিউতে
আজ
দিনব্যাপী
সাংস্কৃতিক
অনুষ্ঠানের
আয়োজন
করেছে
সংস্কৃতিবিষয়ক
মন্ত্রণালয়।
‘৩৬
জুলাই
উদ্যাপন’
শীর্ষক
এ
অনুষ্ঠান
শুরু
হবে
বেলা
১১টায়।
শুরুতে
বিভিন্ন
শিল্পীগোষ্ঠী
গান
পরিবেশ
করবে।
বেলা
২টা
২৫
মিনিটে
উদ্যাপন
করা
হবে
ফ্যাসিস্টের
পলায়নের
ক্ষণ।
এরপর
বিভিন্ন
ব্যান্ড
গান
পরিবেশন
করবে।
বিকেল
পাঁচটায়
ঐতিহাসিক
জুলাই
ঘোষণাপত্র
পাঠ
করা
হবে।
এরপর
বিশেষ
ড্রোন
ড্রামা
হবে
সন্ধ্যা
সাড়ে
সাতটা
থেকে
রাত
আটটা
পর্যন্ত।
অনুষ্ঠানের
সবশেষ
আয়োজন
হিসেবে
থাকছে
আর্টসেলের
গান।
এ
অনুষ্ঠানের
আয়োজক
সংস্কৃতিবিষয়ক
মন্ত্রণালয়।
অনুষ্ঠান
ব্যবস্থাপনায়
থাকছে
বাংলাদেশ
শিল্পকলা
একাডেমি,
সহযোগিতায়
বাংলাদেশ
জাতীয়
সংসদ
সচিবালয়।
সংস্কৃতি
মন্ত্রণালয়ের
একটি
সূত্র
জানিয়েছে,
জুলাই
ঘোষণাপত্র
পাঠ
অনুষ্ঠানে
রাজনৈতিক
দলের
প্রতিনিধি,
জুলাই
শহীদ
পরিবারের
সদস্য
ও
আহত
যোদ্ধাদের
আমন্ত্রণ
জানানো
হয়েছে।
এডমিন 













