ত্রয়োদশ
জাতীয়
সংসদ
নির্বাচনকে
সুষ্ঠু
ও
গ্রহণযোগ্য
করতে
নির্বাচনের
আগে,
নির্বাচনকালীন
ও
নির্বাচনের
পরে
আইনশৃঙ্খলা
পরিস্থিতি
নিয়ন্ত্রণে
রাখা
বড়
চ্যালেঞ্জ
বলে
মনে
করেন
প্রধান
নির্বাচন
কমিশনার।
পরিষ্কার
ও
স্বচ্ছ
নির্বাচন
করার
প্রতিশ্রুতি
দিয়ে
তিনি
বলেন,
এবার
লুকিয়ে,
রাতের
আঁধারে
কোনো
ভোট
হবে
না।
এনসিপিকে
শাপলা
প্রতীক
বরাদ্দ
দেওয়া
নিয়ে
সাংবাদিকদের
প্রশ্নের
উত্তরে
নাসির
উদ্দীন
বলেন,
‘নির্বাচন
কমিশনের
সীমাবদ্ধতা
সম্পর্কে
এনসিপির
ধারণা
আছে।
তাই
গণতন্ত্রে
উত্তরণের
পথে
এনসিপি
বাধা
সৃষ্টি
করবে
না
বলেই
প্রত্যাশা
করছি।
তিনি
বলেন,
‘যারা
এনসিপির
নেতৃত্বে
আছেন,
তাঁরা
২০২৪
সালের
অভ্যুত্থান
চলাকালে
সম্মুখ
সারিতে
থেকে
আন্দোলন
করেছেন।
তাঁরা
গণতন্ত্রায়ণের
পথে
বাধা
সৃষ্টি
করবেন
না—সেটা
আমি
বিশ্বাস
করি।’
এডমিন 















