মামলা
করার
পর
সাদিক
কায়েম
কয়েকটি
ফেসবুক
পেজের
নাম
উল্লেখ
করেন।
এগুলো
হলো
ডাকসু
কণ্ঠস্বর,
বঙ্গোগ্রাফ,
আমার
ডাকসু,
দ্য
ন্যাশনালিস্ট
ডাটা,
কাঁঠেরকেল্লা,
রৌমারি,
বঙ্গইনসাইডার্স।
এ
ছাড়া
এনামুল
হক
শান্ত,
আশিকুর
রহমান
ও
সাইফ
আল
মাহমুদ
নামে
তিনটি
ফেসবুক
আইডির
বিরুদ্ধে
মামলা
করা
হয়েছে।
সাদিক
কায়েম
বলেন,
‘আজকে
আমরা
সাইবার
সাপোর্ট
ইউনিটের
সাথে
ফলপ্রসূ
মিটিং
করেছি।
এর
আগে
অন্তর্বর্তী
সরকারের
প্রধান
উপদেষ্টার
স্বরাষ্ট্রবিষয়ক
উপদেষ্টা
এবং
প্রধান
উপদেষ্টার
বিশেষ
সহকারীর
সাথে
আমরা
কথা
বলেছি।
একই
সাথে
ডিএমপি
কমিশনারের
সাথে
কথা
হয়েছে।
আজকে
আমরা
এখানে
লিখিতভাবে
আমাদের
অভিযোগগুলো
দিয়েছি।’
এডমিন 




