ছাগল-কাণ্ডে
আলোচিত
জাতীয়
রাজস্ব
বোর্ডের
(এনবিআর)
সাবেক
কর্মকর্তা
মতিউর
রহমানের
দুই
মামলায়
জামিন
নামঞ্জুর
করেছেন
আদালত।
ঢাকা
মহানগরের
জ্যেষ্ঠ
বিশেষ
জজ
সাব্বির
ফয়েজ
আজ
সোমবার
এ
আদেশ
দেন।
দুর্নীতি
দমন
কমিশনের
(দুদক)
আইনজীবী
ইশতিয়াক
আহমেদ
প্রথম
আলোকে
বলেন,
আজ
মতিউরের
পক্ষে
তাঁর
আইনজীবীরা
দুদকের
দুটি
মামলায়
জামিন
আবেদন
করেন।
দুদকের
পক্ষ
থেকে
জামিনের
বিরোধিতা
করা
হয়।
উভয়
পক্ষের
শুনানি
নিয়ে
আদালত
তাঁর
জামিন
নামঞ্জুর
করেন।
ইশতিয়াক
আহমেদ
আরও
বলেন,
‘শুনানিতে
আমরা
বলেছি,
উনি
একজন
সরকারি
কর্মকর্তা
হয়ে
অগাধ
সম্পদ
গড়ে
তুলেছেন।
তাঁর
টাকার
মাধ্যমে
সন্তানেরা
অবৈধ
সম্পদের
মালিক
হয়েছে।
বিদেশে
অর্থ
পাচারের
সঙ্গেও
তিনি
জড়িত
ছিলেন।
তাঁর
বিরুদ্ধে
শেয়ারবাজার
কেলেঙ্কারিতে
জড়িত
থাকার
অভিযোগ
রয়েছে।
তাই
জামিনে
আপত্তি
রয়েছে।’
এডমিন 
















