রামু
থানার
ভারপ্রাপ্ত
কর্মকর্তা
(ওসি)
মো.
তৈয়বুর
রহমান
বলেন,
বেলা
দেড়টার
দিকে
উপজেলার
রশিদনগর
ইউনিয়নের
ধলিরছড়া
রেলক্রসিং
এলাকায়
এ
দুর্ঘটনা
ঘটেছে।
এতে
অটোরিকশার
চালক
হাবিব
উল্লাহ
(৫০),
ভারুয়ালী
ইউনিয়নের
৩
নম্বর
ওয়ার্ডের
ছাদকপাড়ার
রেণু
আরা
(৪৫)
ও
তাঁর
বোন
আসমা
আরা
(১৩),
রেণু
আরার
তিন
বছর
ও
দেড়
বছর
বয়সী
দুই
ছেলে
আশেক
উল্লাহ
ও
আতা
উল্লাহ
নিহত
হয়।
ট্রেনের
চাকায়
পিষ্ট
হয়ে
নিহত
ব্যক্তিদের
চেহারা
বিকৃত
হয়ে
গেছে
বলে
ওসি
জানিয়েছেন।
লাশ
উদ্ধার
করে
কক্সবাজার
সদর
হাসপাতালে
পাঠানো
হয়েছে।
রশিদনগর
ইউনিয়নের
ভারপ্রাপ্ত
চেয়ারম্যান
আবদুল
মালেক
বলেন,
দুপুরে
কক্সবাজার
আইনিক
রেলস্টেশন
থেকে
ছেড়ে
আসা
ট্রেনটি
ধলিরছড়া
রেলক্রসিং
এলাকায়
পৌঁছায়।
এ
সময়
ভারুয়াখালী
থেকে
রামুমুখী
একটি
যাত্রীবাহী
অটোরিকশা
রেলক্রসিং
অতিক্রম
করছিল।
ট্রেনের
ধাক্কায়
অটোরিকশাটি
অনেক
দূর
ছিটকে
পড়ে
ও
চালকসহ
পাঁচজন
নিহত
হন।