লেগ
স্পিনে
এখন
দলের
ভরসা
রিশাদ।
তবে
আজ
তাঁর
ব্যাটই
যেন
কথা
বলেছে
সবচেয়ে
জোরে।
ছক্কা
মারার
হাতে
যে
বাড়তি
জোর
আছে,
তা
আগেই
জানা
ছিল।
কিন্তু
আজ
তা
যেন
নতুন
এক
উচ্চতা
ছুঁয়ে
গেল।
স্ট্রাইক
রেট?
অবিশ্বাস্য—২৭৮.৫৭!
গত
বছর
মার্চে
শ্রীলঙ্কার
বিপক্ষে
১৮
বলে
করেছিলেন
৪৮
রান।
ওই
ম্যাচে
স্ট্রাইক
রেট
ছিল
২৬৬.৬৬।
সেটিকেও
ছাড়িয়ে
গেলেন
এবার।
আন্তর্জাতিক
টি-টোয়েন্টিতেও
কখনো
এত
স্ট্রাইক
রেটে
ব্যাট
করেননি
রিশাদ।
ওয়ানডেতে
বাংলাদেশের
কোনো
ব্যাটসম্যানের
অন্তত
২৫
রানের
ইনিংসে
এর
চেয়ে
বেশি
স্ট্রাইক
রেটে
আর
কেউ
ব্যাট
করতে
পারেননি।
বাংলাদেশের
হয়ে
সর্বোচ্চ
স্ট্রাইক
রেটের
রেকর্ড
ছিল
সাবেক
অধিনায়ক
মাশরাফি
বিন
মুর্তজা
ও
সাকিব
আল
হাসানের।
২০০৬
সালে
বগুড়ায়
মাশরাফি
কেনিয়ার
বিপক্ষে
করেছিলেন
১৬
বলে
অপরাজিত
৪৪
রান।
স্ট্রাইক
রেট
ছিল
২৭৫.০০।
২০১৪
সালে
মিরপুরে
পাকিস্তানের
বিপক্ষে
সাকিবও
১৬
বলের
৪৪
রান
করে
অপরাজিত
ছিলেন।
এডমিন 









