বাংলাদেশ
ঠিক
আগের
ম্যাচেই
শ্রীলঙ্কাকে
১৬৮
রানে
আটকে
দিয়ে
তাড়া
করে
জিতেছিল।
এবার
ভারতকেও
১৬৮
রানে
আটকে
রাখলেন
বোলাররা।
বিশেষ
কৃতিত্ব
পাবেন
রিশাদ
হোসেন।
২৩
বছর
বয়সী
এই
লেগ
স্পিনার
দুটি
উইকেট
নিয়েছেন।
তবে
বড়
অবদান
রেখেছেন
ফিল্ডিংয়েও।
তাঁর
দুর্দান্ত
ফিল্ডিংয়েই
রানআউট
হয়েছেন
অভিষেক
শর্মা।
এই
অভিষেক
যতক্ষণ
মাঠে
ছিলেন,
ভারতের
রান
ছুটছিল
দুই
শর
দিকে।
৭
রানে
জাকের
আলীর
হাত
থেকে
বেঁচে
যাওয়া
অভিষেক
৬
চার
আর
৫
ছক্কায়
করেছেন
৩৭
বলে
৭৫
রান।
১২তম
ওভারে
অভিষেক
আউট
হওয়ার
পর
ভারত
আর
ঝোড়ো
ব্যাটিং
করতে
পারেনি।
অভিষেক–পরবর্তী
ইনিংসের
শেষ
৫৩
বলে
ভারত
করতে
পেরেছে
৫৬
রান।
যেখানে
মূল
ভূমিকা
হার্দিক
পান্ডিয়ার
২৯
বলে
৩৮
রানের।
এর
আগে
রিশাদই
ভেঙেছিলেন
ভারতের
৭৭
রানের
উদ্বোধনী
জুটি।
আউট
করেছেন
তিনে
নামা
শিবম
দুবেকেও।
বাংলাদেশের
পক্ষে
রিশাদের
দুই
উইকেট
বাদে
একটি
করে
উইকেট
নিয়েছেন
তানজিম
হাসান,
মোস্তাফিজুর
রহমান
ও
সাইফউদ্দিন।
উইকেট
না
পেলেও
দুই
ওভার
হাত
ঘুরিয়ে
মাত্র
৭
রান
দিয়েছেন
সাইফ
হাসান।
এখন
দেখার
বিষয়
ব্যাটিংয়ে
বাংলাদেশ
কেমন
করে।
এডমিন 















