মনসুর
আলীর
মতো
সাঁথিয়ার
অনেক
কৃষকই
এবার
বেশি
দামের
আশায়
অপরিপক্ব
মুড়িকাটা
পেঁয়াজ
তুলে
বাজারে
আনছেন।
কারণ,
এ
বছর
মৌসুমের
শুরুতেই
পেঁয়াজের
দামে
গত
বছরের
তুলনায়
উল্টো
চিত্র
দেখাচ্ছে।
আজ
সাঁথিয়ার
পাইকারি
বাজারে
মুড়িকাটা
পেঁয়াজ
প্রতি
মণ
৩
হাজার
থেকে
৩
হাজার
২০০
টাকা
দরে
বিক্রি
হয়েছে।
পুরোনো
হালি
পেঁয়াজ
বিক্রি
হতে
দেখা
গেছে
সাড়ে
৪
হাজার
থেকে
৪
হাজার
৮০০
টাকা
মণ
দরে।
কৃষক
ও
উপজেলা
কৃষি
কার্যালয়
সূত্রে
জানা
যায়,
গত
বছরের
মতো
এবারো
প্রতি
মণ
মুড়িকাটা
পেঁয়াজের
উৎপাদন
খরচ
১
হাজার
৬০০
থেকে
১
হাজার
৭০০
টাকা।
তাই
এখন
বাজারে
মুড়িকাটা
পেঁয়াজ
তুলে
লাভের
মুখ
দেখছেন
কৃষকেরা।
এডমিন 


















