ইসি
আগামী
জাতীয়
নির্বাচনের
জন্য
সারা
দেশে
৪২
হাজার
৭৬১টি
ভোটকেন্দ্র
এবং
২
লাখ
৪৪
হাজার
৬৪৯টি
ভোটকক্ষ
(বুথ)
নির্ধারণ
করেছে।
একই
দিনে
জাতীয়
নির্বাচন
ও
গণভোট
হলে
ভোটকেন্দ্র
বা
ভোটকক্ষ
বাড়াতে
হবে
কি
না—সে
প্রশ্ন
আছে।
ইসি
সচিব
বলেন,
ভোটকেন্দ্র
বাড়াতে
হবে
কি
না,
বিষয়টি
আলোচনায়
এসেছিল।
শনিবারের
মক
ভোটিংয়ে
(ভোটের
মহড়া)
প্রাথমিকভাবে
পাওয়া
উপাত্ত
থেকে
ইসি
মনে
করছে,
একটির
জায়গায়
দুটি
গোপন
কক্ষ
করা
হলে
ভোটকেন্দ্র
বাড়াতে
হবে
না।
একটি
মাত্র
ভোটকেন্দ্রে
মক
ভোটিং
করে
পুরো
দেশের
চিত্র
সম্পর্কে
ধারণা
পাওয়া
সম্ভব
কি
না,
এমন
প্রশ্নের
জবাবে
ইসি
সচিব
বলেন,
সেটি
সম্ভব
নয়।
ইসি
মহড়া
করেছে
সমতলে।
পাহাড়ের
ক্ষেত্রে
এটা
বাস্তব
হবে
না।
ইসি
মূলত
বুঝতে
চেয়েছে
ভোট
দিতে
কত
সময়
লাগে
এবং
ভোটকেন্দ্র
বাড়াতে
হবে
কি
না।
সব
জায়গায়
একটি
ভোটকক্ষে
দুটি
গোপন
কক্ষ
করার
মতো
অবকাঠামো
আছে
কি
না,
এমন
প্রশ্নের
জবাবে
ইসি
সচিব
বলেন,
অনেক
জায়গায়
এটা
নেই।
অনেক
জায়গায়
হয়তো
আরেকটা
বুথ
(ভোটকক্ষ)
বাড়াতে
হতে
পারে।
অনেক
জায়গায়
দুইটার
পরিবর্তে
তিনটা
গোপন
কক্ষ
করা
যেতে
পারে।
এই
পর্যালোচনাটা
পেতে
আরেকটু
সময়
লাগবে।
এডমিন 








