ওই
ব্যক্তি
লিখেছেন—
‘আমার
ভয়াবহ
অ্যাটাচমেন্ট
ইস্যু
আছে।
আমি
যখন
কাউকে
ভালোবাসি,
তার
জন্য
হৃদয়ের
সব
দ্বার
অর্গলমুক্ত
করে
দিই।
কোনো
মানুষকে
আমার
ভালো
লাগলে
কখনো
তাকে
হৃদয়
দিয়ে
ভালোবাসতে
কার্পণ্য
করি
না।
আমার
মতো
মানুষদের
একটা
সমস্যা
হলো,
এরা
কাউকে
মেপে
মেপে
কিছু
দিতে
পারে
না।
যা
দেয়,
হৃদয়
উজাড়
করে
দেয়।
আমিও
হৃদয়
উজাড়
করে
ভালোবাসি।
তখন
বুকের
ভেতর
আমার
ব্যক্তিগত
বলে
কিছু
থাকে
না।
নিজেকে
হারিয়ে
ফেলি।
তখন
আমার
অস্তিত্ব
একরকম
বিলুপ্ত
হয়ে
যায়।
এই
মানুষগুলোই
যখন
জীবন
থেকে
চলে
যায়,
রিক্ত
হৃদয়ের
নিদারুণ
হাহাকার
নিয়ে
বেঁচে
থাকি।
এত
এত
বছর
জীবনকে
যাপন
করে
বুঝলাম,
মানুষের
চলে
যাওয়াই
নিয়তি।
বুঝলাম,
মানুষকে
ওভাবে
ভালোবাসতে
নেই।
সবার
শেষে
কাফকার
মতো
উপলব্ধি
হলো,
“দেয়ার
আর
টাইমস
হোয়েন
আই
অ্যাম
কনভিন্সড,
আই
অ্যাম
আনফিট
ফর
অ্যানি
হিউম্যান
রিলেশনশিপ”।’
এডমিন 







