বাংলাদেশ
মহিলা
পরিষদের
সভাপতি
ফওজিয়া
মোসলেম
এই
কর্মসূচির
উদ্বোধন
করেন।
তিনি
বলেন,
‘বেগম
রোকেয়ার
“জাগো
ভগিনীরা
জাগো”
আহ্বানে
উজ্জীবিত
থেকে
নারী-পুরুষের
জন্য
সমতাপূর্ণ
সমাজ
গড়ে
তুলতে
কাজ
করে
যাব।’
ফওজিয়া
মোসলেম
বলেন,
‘রোকেয়া
সাখাওয়াত
হোসেনের
লড়াইয়ের
কেন্দ্রে
ছিল
প্রথা
ভাঙার
লড়াই।
কিন্তু
আজ
আবার
নারীদের
নানা
ঘেরাটোপে
আটকানোর
চেষ্টা
করা
হচ্ছে।
রোকেয়ার
সম্বন্ধে
কটূক্তি
করার
স্পর্ধা
দেখানো
হচ্ছে।
যারা
দেখাচ্ছে,
তাদের
সেই
স্পর্ধার
সামনে
দাঁড়িয়ে
আমরা
জোর
গলায়
বলতে
চাই,
প্রথা
ভাঙার
লড়াইকে
এগিয়ে
নেওয়ার
জন্য
আজকের
এই
রোকেয়া
রান
বিশেষ
অবদান
রাখবে।’
দৌড়
শেষে
বক্তব্য
দেন
মহিলা
পরিষদের
সাধারণ
সম্পাদক
মালেকা
বানু।
তিনি
বলেন,
‘বেগম
রোকেয়া
নারীমুক্তির
যে
মন্ত্র
আমাদের
শুনিয়েছিলেন,
সেই
মন্ত্রে
উজ্জীবিত
হয়ে
আমরা
ছুটে
চলেছি,
ছুটে
যাব
সমাজের
সব
জায়গায়।
সব
জায়গায়
নারীরা
সমান
মর্যাদায়
প্রতিষ্ঠিত
হবে।
এই
আকাঙ্ক্ষা
পূরণের
পথে
সমাজের
যা
কিছু
বাধা
আমাদের
অগ্রযাত্রাকে
ব্যাহত
করছে,
সে
সব
বাধাকে
পেছনে
ফেলে
আমরা
অবিরাম
ছুটছি,
ছুটব!’
এডমিন 


















