টিপি-থ্রি
হলো
তাইওয়ানকে
দেশীয়
ও
বৈশ্বিক
ইন্টারনেটের
সঙ্গে
যুক্ত
করা
২৪টি
সাবমেরিন
কেব্লের
একটি।
জুয়ান
বলেন,
চীনের
‘গ্রে-জোন
যুদ্ধকৌশল’
মোকাবিলা
করার
অংশ
হিসেবে
এখন
এ
ধরনের
টহল
অভিযানকে
অগ্রাধিকার
দেওয়া
হচ্ছে।
চীনের
এ
কৌশলের
উদ্দেশ্য
হলো
সরাসরি
যুদ্ধে
না
জড়িয়ে
অন্যভাবে
তাইওয়ানের
সম্পদের
ক্ষতি
করা।
গত
২৮
আগস্ট
রয়টার্স
প্রথম
কোনো
সংবাদমাধ্যম
হিসেবে
তাইওয়ান
কোস্টগার্ডের
টহলগুলোর
একটিতে
যোগ
দেওয়ার
সুযোগ
পায়।
জুয়ান
বলেন,
তাদের
অনুপ্রবেশ
তাইওয়ান
সমাজের
শান্তি
ও
স্থিতিশীলতাকে
মারাত্মকভাবে
ক্ষতিগ্রস্ত
করেছে।
গত
ফেব্রুয়ারিতে
টিপি-থ্রি
কেব্ল
অকেজো
হওয়ার
কয়েক
ঘণ্টা
পরই
জুয়ান
তাঁর
টহল
জাহাজ
নিয়ে
চীন
পরিচালিত
‘হং
তাই
৫৮’
নামের
জাহাজকে
অনুসরণ
করেন।
পরে
সেটিকে
তদন্তের
জন্য
আটক
করেন।
জুয়ান
বলেন,
‘আমরা
এই
এলাকায়
টহল
বাড়িয়েছি।
কোনো
নৌযান
যেন
বিঘ্ন
সৃষ্টিকারী
বা
ধ্বংসাত্মক
কর্মকাণ্ডে
জড়িত
না
হয়,
সেদিকে
নজরে
রাখছি।’
এডমিন 















