মোজাম্মেলের
বাড়ি
ব্রাহ্মণবাড়িয়া
জেলার
আশুগঞ্জে।
নগর
পুলিশের
সহকারী
কমিশনার
(গণমাধ্যম)
আমিনুর
রশিদ
প্রথম
আলোকে
বলেন,
চিকিৎসকেরা
কনস্টেবল
মোজাম্মেলকে
মৃত
অবস্থায়
পেয়েছেন।
তাঁরা
বলছেন
স্ট্রোকে
তাঁর
মৃত্যু
হয়েছে।
ঘটনার
প্রত্যক্ষদর্শী
চট্টগ্রাম
আদালতের
হাজতখানায়
কর্মরত
এএসআই
জাকির
হোসেন
প্রথম
আলোকে
বলেন,
হঠাৎ
খবর
আসে
চট্টগ্রাম
আদালত
ভবনের
দ্বিতীয়
তলার
বারান্দায়
এক
পুলিশ
কনস্টেবল
হাঁটা
অবস্থায়
ঢলে
পড়েছেন।
দ্রুত
তাঁকে
চট্টগ্রাম
মেডিকেল
কলেজ
হাসপাতালে
নিয়ে
যাওয়া
হয়।
সেখানে
চিকিৎসক
তাঁকে
মৃত
ঘোষণা
করেছেন।
এডমিন 













