বিরান
বিলের
ধারে
সুনসান
নেই
আবাবিল
এখনো
জলের
জালে
বাঁধা
পড়ে
একলা
হিজল
তবুও
লাশের
পাশে
জেগে
থাকে
মগ্ন
পলাশ
বিজনে
বীজন
করি,
প্রিয়া,
আর
বীজের
বপন
সংবিধানের
আগে
লেখা
হোক
ধানের
বিধান
প্রভূত
ত্রাণের
রাশি,
প্রভু,
তবু
নাই
পরিত্রাণ
এডমিন 










