এতে
সাধারণ
জনগণের
ধারণা
হয়,
প্রধান
উপদেষ্টার
প্রেস
সচিবের
মতো
একজন
প্রভাবশালী
ব্যক্তিই
যদি
আপত্কালীন
জরুরি
সেবা
নিশ্চিতে
ব্যর্থ
হন,
তাহলে
সাধারণ
জনগণ
কোথায়
যাবে?
কার
কাছে
যাবে?
শুরু
থেকেই
অন্তর্বর্তী
সরকার
অপরাধ
দমনে
ও
জরুরি
পরিস্থিতি
নিয়ন্ত্রণে
বারবার
ব্যর্থ
হয়েছে।
এ
কারণে
আমরা
দেখেছি
নিজের
হাতে
আইনকে
তুলে
নেওয়া
অশুভশক্তিই
বারবারই
জয়ী
হয়েছে।
বর্তমান
অন্তর্বর্তী
সরকারের
অধীন
আইনশৃঙ্খলা
রক্ষাকারী
বাহিনীর
আবির্ভাব
বারবারই
আমাদের
সিনেমার
শেষ
দৃশ্যের
কথা
মনে
করিয়ে
দেয়।
তবে
পার্থক্য
হলো,
সিনেমার
শেষ
দৃশ্যে
আবির্ভূত
হওয়া
আইনশৃঙ্খলা
রক্ষাকারী
বাহিনীকে
আমরা
বলতে
শুনি
‘আইন
নিজের
হাতে
তুলে
নেবেন
না।’
কিন্তু
বর্তমান
বাস্তবতায়
তারা
এ
রকম
বলছেন—এমনটিও
দেখছি
না
আমরা।
আইনশৃঙ্খলা
রক্ষাকারী
বাহিনী
যেন
অনেকটাই
পর্দার
অন্তরালে।
তাদের
অনুপস্থিতিতে
মানুষ
চরমভাবে
আইনকে
তুলে
নিচ্ছে
এবং
যা
খুশি
তা–ই
করছে।
মানুষ
বর্বরভাবে
মানুষকে
জীবন্ত
পুড়িয়ে
মারছে,
পিটিয়ে
মারছে,
পাথর
দিয়ে
মাথা
থেঁতলে
মারছে,
কিংবা
প্রকাশ্যে
বিবস্ত্র
করছে।
এডমিন 













