সংশ্লিষ্ট
সূত্রে
জানা
গেছে,
বিএনপি
‘তত্ত্বাবধায়ক
সরকারের
ভূমিকা’
বলতে
কী
চাইছে
এবং
‘দলঘনিষ্ঠ’
উপদেষ্টা
আখ্যা
দিয়ে
কাদের
সরাতে
চাইছে—গতকালের
বৈঠকে
এনসিপি
নেতারা
সেটা
জানা-বোঝার
চেষ্টা
করেছেন।
বৈঠকে
প্রধান
উপদেষ্টার
পক্ষে
এনসিপির
নেতাদের
কাছে
‘তত্ত্বাবধায়ক
সরকার’
প্রসঙ্গে
ব্যাখ্যা
করেন
আইন
উপদেষ্টা
আসিফ
নজরুল।
ব্যাখ্যা
দিতে
গিয়ে
তিনি
বলেন,
বিএনপি
তত্ত্বাবধায়ক
সরকার
নয়,
বরং
অন্তর্বর্তী
সরকারের
নিরপেক্ষ
ভূমিকা
চেয়েছে।
তবে
এনসিপি
মনে
করে,
অন্তর্বর্তী
সরকার
গণ-অভ্যুত্থানের
সরকার।
সংস্কার,
বিচার
ও
নির্বাচন—এই
তিনটি
বিষয়ে
তাদের
ম্যান্ডেট।
হঠাৎ
করে
তত্ত্বাবধায়ক
সরকারের
ভূমিকায়
অবতীর্ণ
হওয়ার
পরামর্শটি
দুরভিসন্ধিমূলক।
নিজেদের
এই
মনোভাবের
কথা
এনসিপির
নেতারা
বৈঠকে
তুলে
ধরেন।
এডমিন 












