০৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কী হবে জানি না, গাজার দিকে যাচ্ছি: শহিদুল আলম

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • 8

যে
বিষয়টি
শুরু
থেকে
ছিল,
তা
হলো
তাদের
(ইসরায়েলের
আরোপিত)
অবরোধটা
যে
অবৈধ,
সেটা
প্রমাণ
করা।
যে
আন্তর্জাতিক
সমুদ্রপথ
দিয়ে
আমরা
যাচ্ছি,
তাতে
ইসরায়েলের
আমাদের
বাধা
দেওয়ার
বৈধতা

এখতিয়ার
নেই।
আমরা
গাজা
থেকে
যে
খবর
পেয়েছি,
তারা
ভীষণ
আগ্রহ
নিয়ে
অপেক্ষা
করছে
আমরা
যাব।
এটার
যে
প্রতীকী
ব্যাপারটা
আছে,
তা
তো
আছেই।
এর
বাইরে
আমাদের
সঙ্গে
যাঁরা
স্বাস্থ্যকর্মী
আছেন,
তাঁরা
চিকিৎসা
সহায়তা
দেবেন।
আর
পেশাজীবী
হিসেবে
আমাদের
জায়গা
থেকে
যেটা
করার,
সেটাই
আমরা
করব।

আমাদের
আগে
রওনা
দিয়েছিল
অন্য
আটটি
জাহাজ।
তার
বাইরে
ফ্রিডম
কোয়ালিশনের
দুটি
জাহাজ
ছিল।
যান্ত্রিক
সমস্যা
হওয়ায়
তারা
আসতে
পারছে
না।
এখনো
ঠিক
করা
গেছে
কি
না
জানি
না।
যে
আটটি
জাহাজ
আগে
বেরিয়েছিল,
সেগুলো
আমরা
গতকাল
অতিক্রম
করে
এসেছি।
এখন
ওদের
থেকে
আমরা
কতটা
দূরে,
তা
জানি
না।
২০
মাইল
বা

রকম
দূরে
হতে
পারে।
আমরা
বেশি
দূরে
যাচ্ছি
না।
আমাদের
জন্য
একটু
কঠিন।
কারণ,
আমাদের
জাহাজটা
আস্তে
গেলে
সমস্যা
হয়।
এটা
ধীরে
চলার
জন্য
তৈরি
না।
ওরা
যে
গতিতে
যায়,
সে
গতিতে
গেলে
আমাদের
সমস্যা।
এরপরও
আমরা
ধীরে
যাচ্ছি।

ট্যাগঃ

‘সড়কে আগুন দেওয়া’ সাবেক নেতাকে ছাত্রদল থেকে স্থায়ী বহিষ্কার

কী হবে জানি না, গাজার দিকে যাচ্ছি: শহিদুল আলম

আপডেট সময়ঃ ১২:০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

যে
বিষয়টি
শুরু
থেকে
ছিল,
তা
হলো
তাদের
(ইসরায়েলের
আরোপিত)
অবরোধটা
যে
অবৈধ,
সেটা
প্রমাণ
করা।
যে
আন্তর্জাতিক
সমুদ্রপথ
দিয়ে
আমরা
যাচ্ছি,
তাতে
ইসরায়েলের
আমাদের
বাধা
দেওয়ার
বৈধতা

এখতিয়ার
নেই।
আমরা
গাজা
থেকে
যে
খবর
পেয়েছি,
তারা
ভীষণ
আগ্রহ
নিয়ে
অপেক্ষা
করছে
আমরা
যাব।
এটার
যে
প্রতীকী
ব্যাপারটা
আছে,
তা
তো
আছেই।
এর
বাইরে
আমাদের
সঙ্গে
যাঁরা
স্বাস্থ্যকর্মী
আছেন,
তাঁরা
চিকিৎসা
সহায়তা
দেবেন।
আর
পেশাজীবী
হিসেবে
আমাদের
জায়গা
থেকে
যেটা
করার,
সেটাই
আমরা
করব।

আমাদের
আগে
রওনা
দিয়েছিল
অন্য
আটটি
জাহাজ।
তার
বাইরে
ফ্রিডম
কোয়ালিশনের
দুটি
জাহাজ
ছিল।
যান্ত্রিক
সমস্যা
হওয়ায়
তারা
আসতে
পারছে
না।
এখনো
ঠিক
করা
গেছে
কি
না
জানি
না।
যে
আটটি
জাহাজ
আগে
বেরিয়েছিল,
সেগুলো
আমরা
গতকাল
অতিক্রম
করে
এসেছি।
এখন
ওদের
থেকে
আমরা
কতটা
দূরে,
তা
জানি
না।
২০
মাইল
বা

রকম
দূরে
হতে
পারে।
আমরা
বেশি
দূরে
যাচ্ছি
না।
আমাদের
জন্য
একটু
কঠিন।
কারণ,
আমাদের
জাহাজটা
আস্তে
গেলে
সমস্যা
হয়।
এটা
ধীরে
চলার
জন্য
তৈরি
না।
ওরা
যে
গতিতে
যায়,
সে
গতিতে
গেলে
আমাদের
সমস্যা।
এরপরও
আমরা
ধীরে
যাচ্ছি।