র্যাপিড
অ্যাকশন
ব্যাটালিয়ন
(র্যাব)-১৫
কক্সবাজার
অঞ্চলের
চার
শতাধিক
কর্মকর্তা
ও
কর্মচারীকে
বদলি
করেছে
র্যাব
সদর
দপ্তর।
১৯
থেকে
২৭
নভেম্বর
পর্যন্ত
পর্যায়ক্রমে
তাঁদের
বদলি
করা
হয়।
এর
মধ্যে
তিন
দিন
আগে
কক্সবাজার
ব্যাটালিয়নের
অধিনায়ক
লেফটেন্যান্ট
কর্নেল
কামরুল
ইসলামকে
ঢাকার
র্যাব
সদর
দপ্তরে
বদলি
করা
হয়েছে।
বিভিন্ন
অপরাধমূলক
কর্মকাণ্ডে
জড়িত
থাকার
অভিযোগে
তাঁদের
বদলি
করা
হয়েছে
বলে
র্যাবের
একটি
দায়িত্বশীল
সূত্র
জানিয়েছে।
সংশ্লিষ্ট
সূত্র
জানায়,
সমুদ্র
ও
মিয়ানমার
সীমান্তবর্তী
গুরুত্বপূর্ণ
জেলা
কক্সবাজারের
নিরাপত্তার
জন্য
র্যাব-১৫
ব্যাটালিয়ন
গঠন
করা
হয়।
অন্যান্য
ব্যাটালিয়ন
যেখানে
একাধিক
জেলার
দায়িত্বে
থাকে,
সেখানে
শুধু
কক্সবাজারের
জন্যই
একটি
ব্যাটালিয়ন
দায়িত্ব
পালন
করছে।
এডমিন 








