রাজনীতিক
হিসেবে
কর্মজীবন
উদ্যাপনে
কুইবেকের
ওই
অনুষ্ঠানে
মারওয়াকে
একটি
বিশ্ব
রেকর্ড
গড়তে
সরাসরি
সম্প্রচারে
অংশ
নেওয়ার
আমন্ত্রণ
জানানো
হয়।
আয়োজকেরা
এমন
একটি
মজার
বিষয়
বেছে
নেন,
যেখানে
মারওয়াকে
একসঙ্গে
গলায়
৩৬০টির
বেশি
টাই
পরতে
হয়।
এতে
তিনি
২০২৩
সালে
ব্রাজিলের
ডেভিড
আপারেসিডো
দোস
সান্তোস
আরাউজোর
করা
রেকর্ড
ভেঙে
দিয়েছেন।
মারওয়া
বলেন,
‘আমি
একসঙ্গে
সবচেয়ে
বেশিসংখ্যক
টাই
গলায়
পরার
এই
রেকর্ড
ভাঙার
চ্যালেঞ্জ
গ্রহণ
করেছি
এটা
দেখানোর
জন্য
যে
নারী-পুরুষ
সমান,
আর
নারীরাও
অনেকগুলো
টাই
পরতে
পারে।’
মারওয়াকে
সাহায্য
করার
জন্য
প্রতিটি
টাই
আগে
থেকেই
বাঁধা
ছিল।
এ
ছাড়া
মারওয়া
ও
প্রযোজনা
দলের
সদস্যরা
আগেভাগেই
এগুলো
গলায়
পরানোর
অনুশীলন
করেছিলেন,
যাতে
গলায়
যথেষ্ট
জায়গা
নিশ্চিত
করা
যায়।
এডমিন 












