লোকসভার
দুই
কক্ষে
স্পিকার
ও
ডেপুটি
চেয়ারম্যান
দাবি
মানতে
অস্বীকার
করেন।
বিরোধীদের
বিক্ষোভের
মুখে
তাঁরা
বাধ্য
হন
বেলা
দুইটা
পর্যন্ত
সভার
কাজ
মুলতবি
করে
দিতে।
তারপরই
বিরোধীরা
একজোট
হয়ে
শুরু
করে
ইসি
অভিযান।
বিভিন্ন
ভাষায়
লেখা
এসআইআরবিরোধী
পোস্টার
ও
ব্যানার
নিয়ে
মল্লিকার্জুন
খাড়গে,
শারদ
পাওয়ার,
রাহুল
গান্ধী,
প্রিয়াঙ্কা
গান্ধী
ভদ্র,
অখিলেশ
যাদব,
মহুয়া
মৈত্র,
শতাব্দী
রায়,
ডেরেক
ওব্রায়ান,
টি
আর
বালু,
তিরুচা
শিবা,
মনোজ
ঝাসহ
সব
দলের
দুই
শতাধিক
সদস্য
অভিযান
শুরু
করেন।
সংসদ
ভবন
থেকে
বেরোনোর
পর
সংসদ
মার্গে
কিছুটা
এগোতেই
দিল্লি
পুলিশ
তাঁদের
বাধা
দেয়।
অভিযান
রুখতে
রাস্তায়
ব্যারিকেড
রাখা
হয়েছিল।
সেই
ব্যারিকেড
ডিঙিয়ে
সংসদ
সদস্যরা
এগোতে
চাইলে
পুলিশ
বাধা
দেয়।
পুলিশের
বাধার
প্রতিবাদে
প্রিয়াঙ্কাসহ
নারী
সদস্যরা
রাস্তায়
বসে
পড়েন।
শারদ
পাওয়ার,
মল্লিকার্জুন
খাড়গের
দিকে
কেউ
কেউ
চেয়ার
এগিয়ে
দেন।
রাহুলসহ
অনেকেই
দাঁড়িয়ে
থাকেন।
এ
সময়
তৃণমূল
কংগ্রেসের
মহুয়া
মৈত্র,
মিতালি
বাগ
অসুস্থ
হয়ে
পড়েন।
রাহুল,
অখিলেশ
ও
অন্যরা
তাঁদের
পরিচর্যায়
এগিয়ে
যান।
তাঁদের
গাড়িতে
চাপিয়ে
হাসপাতালে
নিয়ে
যাওয়ার
ব্যবস্থা
করা
হয়।
এডমিন 











