অধ্যাপক
সলিমুল্লাহ
খান
বলেন,
‘আহমদ
ছফা
ছিলেন
মূলত
সাহিত্যিক।
তবে
তিনি
সাহিত্যের
গণ্ডি
পেরিয়ে
চিন্তাকে
রাষ্ট্রভাবনা
বিষয়ে
প্রসারিত
করেছিলেন।
তিনি
ছিলেন
অনেক
দূরদৃষ্টিসম্পন্ন।
তিনি
এমন
বিষয়
নিয়ে
চিন্তা
করেছিলেন,
তা
অনেক
সময়
আমরা
বুঝতে
পারি
না।’
ছফা
বলেছিলেন,
‘বিপ্লবের
একটি
নতুন
ভাষা
থাকতে
হবে।
মানুষের
রাষ্ট্রের
বাসনা
বুঝতে
হবে।
দেশটা
আমার
নিজের
বলে
মনে
করলে
তার
সমস্যার
সমাধানও
আমার
নিজের
মতো
করেই
ভাবতে
হবে।’
স্মৃতি
বক্তৃতায়
ফারুক
ওয়াসিফ
বলেন,
আহমদ
ছফা
রাষ্ট্র
নিয়ে
গভীরভাবে
ভেবেছেন।
তিনি
বলেন,
বাংলাদেশ
যে
ধরনের
দেশ
সেই
বৈশিষ্ট্যকে
ধারণ
করার
মতো
কোনো
তাত্ত্বিক
রাজনৈতিক
রূপরেখা
নেই।
কোনো
রাজনৈতিক
দলও
নেই।