খ্যাতিমান
এই
শিল্পী
উপস্থিত
দর্শক-শ্রোতার
অনুরোধে
‘সেপ্টেম্বর
অন
যশোর
রোড’
গানটি
পরিবেশন
করেন।
১৯৭১
সালের
মুক্তিযুদ্ধে
নিরাপদ
আশ্রয়ের
সন্ধানে
যশোর
রোড
ধরে
ভারতীয়
শরণার্থীশিবিরের
দিকে
যে
জনস্রোত
তৈরি
হয়েছিল,
সেটাকে
উপজীব্য
করে
মার্কিন
কবি
অ্যালেন
গিন্সবার্গ
‘সেপ্টেম্বর
অন
যশোর
রোড’
শীর্ষক
কবিতা
লিখেছিলেন।
পরে
সেই
কবিতায়
সুর
দেন
মৌসুমী
ভৌমিক।
অনুষ্ঠানে
স্বাগত
বক্তব্য
দেন
মুক্তিযুদ্ধ
জাদুঘরের
ট্রাস্টি
মফিদুল
হক।
তিনি
বলেন,
‘আমাদের
গর্ব
হয়,
আমরা
মুক্তিযুদ্ধ
জাদুঘরের
পক্ষ
থেকে
ইউনেসকোর
কাছে
সুলতানা’স
ড্রিমকে
মেমোরি
অব
দ্য
ওয়ার্ল্ড
হিসেবে
স্বীকৃতি
চেয়ে
একটি
প্রস্তাব
জমা
দিয়েছিলাম।
২০২৪
সালে
ইউনেসকো
সেটার
স্বীকৃতি
দিয়েছিল।’
মফিদুল
হক
বলেন,
এর
পর
থেকে
সুলতানা’র
ড্রিম-এর
টেক্সট
প্রচার
করতে
আমরা
বিশেষ
পদক্ষেপ
নিয়েছি।
এ
উপন্যাসের
টেক্সট
সমসাময়িক
বাস্তবতায়
এখনো
প্রাসঙ্গিক।
অনুষ্ঠানে
ফিচার
ফিল্মটির
অংশবিশেষ
দর্শকদের
দেখানো
হয়।
অন্যান্যের
মধ্যে
উপস্থিত
ছিলেন
এই
ফিল্মের
প্রযোজক
দিয়েগো
হারগুয়েরা
ও
চলচ্চিত্র
দলের
সদস্য
রাকেল
গালভেজ।
অনুষ্ঠানটি
সঞ্চালনা
করেন
মুক্তিযুদ্ধ
জাদুঘরের
সেন্টার
ফর
দ্য
স্টাডি
অব
জেনোসাইড
অ্যান্ড
জাস্টিসের
গবেষণা
সহযোগী
তাবাসসুম
নিগার।
এডমিন 


















