সরেজমিনে
দেখা
গেছে,
চারপাশের
দেয়ালের
পলেস্তারা
খসে
পড়ছে।
সিমেন্টের
পরিমাণ
কম
ও
নিম্নমানের
বালু
ব্যবহার
করার
অভিযোগ
করেন
স্থানীয়
লোকজন।
নির্মাণকাজের
সময়
এলাকাবাসী
প্রতিবাদ
করলেও
ঠিকাদার
তাঁদের
কথায়
কর্ণপাত
করেননি।
মধ্য
বগুড়া
নূরিয়া
দাখিল
মাদ্রাসার
সুপারিনটেনডেন্ট
মো.
মিজানুর
রহমান
বলেন,
চলতি
বছরের
জানুয়ারি
মাসে
ভবনটিতে
পাঠদান
শুরু
হয়।
এপ্রিল
মাসের
শুরুর
দিকে
দেয়ালের
পলেস্তারা
খসে
পড়তে
শুরু
করে।
যেভাবে
পলেস্তারা
খসে
পড়ছে,
তাতে
মনে
হচ্ছে
ভবনটি
২০
বছর
আগে
নির্মিত
হয়েছে।
বিষয়টি
তিনি
সংশ্লিষ্ট
দপ্তরকে
জানিয়েছেন।
এডমিন 











