২.
ইমান
নবায়ন
করুন
রাসুল
(সা.)
বলেছেন,
‘ইমান
হৃদয়ে
এমনভাবে
ক্ষয়ে
যায়,
যেমন
কাপড়
ঘন
ঘন
ব্যবহারে
ক্ষয়ে
যায়।
তাই
তোমরা
“লা
ইলাহা
ইল্লাল্লাহ”
বেশি
বেশি
বলে
তোমাদের
ইমান
নবায়ন
করো।’
(মুসনাদে
আহমদ,
হাদিস:
৮৭৮৮)
যখন
ইবাদত
যান্ত্রিক
মনে
হয়,
তখন
জিকিরের
মাধ্যমে
হৃদয়কে
পুনরুজ্জীবিত
করুন।
‘লা
ইলাহা
ইল্লাল্লাহ’,
‘সুবহানাল্লাহ’,
‘আলহামদুলিল্লাহ’—এই
জিকিরগুলো
হৃদয়ে
নতুন
আলো
জ্বালাতে
পারে।
৩.
ইবাদতে
বৈচিত্র্য
আনুন
নামাজে
একঘেয়েমি?
নতুন
একটি
মসজিদে
নামাজ
পড়ে
দেখুন।
নামাজে
ভিন্ন
ভিন্ন
সুরা
তিলাওয়াত
করুন।
সিজদায়
আপনার
হৃদয়ের
গভীরতম
চাওয়া
নিয়ে
দোয়া
করুন।
এই
ছোট
ছোট
পরিবর্তন
আপনার
ইবাদতকে
নতুন
রূপ
দিতে
পারে।
৪.
নিজেকে
চ্যালেঞ্জ
করুন
যে
সদকা
আপনি
দায়সারাভাবে
দিয়ে
থাকেন,
তা
দ্বিগুণ
করুন।
বন্ধুদের
সঙ্গে
নিয়ে
একটি
সদকার
প্রকল্পে
অংশ
নিন।
রোজার
ক্ষেত্রে
নতুন
চ্যালেঞ্জ
নিন,
যেমন
নবী
দাউদ
(আ.)-এর
রোজা,
যিনি
এক
দিন
রোজা
রাখতেন
এবং
পরের
দিন
রাখতেন
না।
এ
ধরনের
চ্যালেঞ্জ
আমাদের
নফসকে
জাগিয়ে
তুলতে
পারে।
এডমিন 















