জুমার
নামাজ
আদায়ের
ক্ষেত্রে
কিছু
বিষয়ে
সতর্ক
থাকা
জরুরি।
জামাতের
গুরুত্ব:
জুমার
নামাজ
জামাত
ছাড়া
আদায়
করা
যায়
না।
যদি
কেউ
মসজিদে
যেতে
না
পারেন
(যেমন
অসুস্থতার
কারণে),
তবে
তাঁর
জন্য
জোহর
নামাজ
পড়া
ফরজ।
খুতবার
সময়
নীরবতা:
খুতবার
সময়
কথা
বলা
বা
অন্য
কাজে
ব্যস্ত
থাকা
নিষিদ্ধ।
নবীজি
(সা.)
বলেছেন,
‘যে
ব্যক্তি
খুতবার
সময়
কথা
বলে,
তার
জুমার
নামাজ
বৃথা
যায়।’
(সহিহ
মুসলিম,
হাদিস:
৮৫৭)
পরিচ্ছন্নতা:
জুমার
নামাজের
আগে
গোসল
করা,
পরিষ্কার
কাপড়
পরা
ও
সুগন্ধি
ব্যবহার
করা
সুন্নাহ।
(সহিহ
বুখারি,
হাদিস:
৮৮০)
নারীদের
জন্য:
হানাফি
মাজহাব
অনুযায়ী,
নারীদের
জন্য
জুমার
নামাজ
ফরজ
নয়,
তবে
তাঁরা
চাইলে
মসজিদে
জামাতের
সঙ্গে
নামাজ
পড়তে
পারেন।
না
পড়লে
তাঁরা
জোহরের
চার
রাকাত
ফরজ
আদায়
করবেন।
(ইবনে
হাজার
আসকালানি,
ফাতহুল
বারি,
পৃষ্ঠা:
২/৩৯৫,
দারুল
মা’রিফা:
১৯৮৯)
জুমার
নামাজ
মুসলমানদের
মধ্যে
ঐক্য,
ভ্রাতৃত্ব
ও
সামাজিক
সংহতি
বাড়ায়।
খুতবার
মাধ্যমে
মুসলমানরা
ধর্মীয়
ও
সামাজিক
শিক্ষা
পান,
যা
তাঁদের
জীবনকে
আল্লাহর
পথে
পরিচালিত
করে।
এডমিন 

















