ইউরোপীয়
কাউন্সিল
অন
ফরেন
রিলেশনসের
তথ্য
অনুযায়ী,
রায়েদ
সাদ
হামাসের
সশস্ত্র
শাখা
কাসেম
ব্রিগেডের
সামরিক
পরিষদের
একজন
জ্যেষ্ঠ
সদস্য।
তিনি
কাসেম
ব্রিগেডের
অভিযান
ও
উৎপাদন
বিভাগের
প্রধান
হিসেবে
দায়িত্ব
পালন
করতেন।
তাঁকে
এই
সশস্ত্র
শাখার
‘সেকেন্ড
ইন
কমান্ড’
বা
দ্বিতীয়
শীর্ষ
নেতা
হিসেবেও
বিবেচনা
করা
হতো।
ইসরায়েলি
প্রধানমন্ত্রীর
দপ্তর
থেকে
দেওয়া
আগের
এক
বিবৃতিতে
সাদকে
২০২৩
সালের
৭
অক্টোবরের
হামলার
‘অন্যতম
পরিকল্পনাকারী’
হিসেবেও
অভিযুক্ত
করা
হয়।
যুদ্ধবিরতি
ভঙ্গের
অভিযোগ
হামাসের
এদিকে
গাজা
শহরে
চালানো
এ
হামলার
তীব্র
নিন্দা
জানিয়েছে
হামাস।
টেলিগ্রামে
দেওয়া
এক
বিবৃতিতে
স্বাধীনতাকামী
সংগঠনটি
বলেছে,
এই
হামলা
যুক্তরাষ্ট্রের
মধ্যস্থতায়
হওয়া
যুদ্ধবিরতি
চুক্তির
‘প্রকাশ্য
লঙ্ঘন’।
এডমিন 

















