৩.
মসজিদুল
হারামে
প্রবেশের
দোয়া
উচ্চারণ:
আল্লাহুম্মাফ
তাহ
লি
আবওয়াবা
রাহমাতিক।
অর্থ:
হে
আল্লাহ,
আমার
জন্য
তোমার
রহমতের
দরজাগুলো
খুলে
দাও।
(সহিহ
মুসলিম,
হাদিস:
৭১৩)
৪.
কাবা
দেখার
পর
দোয়া
উচ্চারণ
(কোরআনের
দোয়া):
রব্বানা
তাকাব্বাল
মিন্না,
ইন্নাকা
আন্তাস
সামিউল
আলীম।
অর্থ:
হে
আমাদের
রব,
আমাদের
পক্ষ
থেকে
কবুল
করে
নাও।
নিশ্চয়ই
তুমি
সর্বশ্রোতা,
সর্বজ্ঞ।
(সুরা
বাকারা,
আয়াত:
১২৭)
কাবা
প্রথম
দেখার
সময়
নির্দিষ্ট
কোনো
দোয়া
সহিহ
সূত্রে
নির্ধারিত
নয়।
তবে
এই
সময়
দোয়া
কবুল
হয়—এ
কথা
বহু
আলেম
উল্লেখ
করেছেন।
তাই
নিজের
ভাষায়
দোয়া
করা
উত্তম।
৫.
তাওয়াফ
শুরু
করার
দোয়া
উচ্চারণ:
বিসমিল্লাহি
আল্লাহু
আকবার।
অর্থ:
আল্লাহর
নামে
শুরু
করছি,
আল্লাহ
সবচেয়ে
মহান।
(সহিহ
মুসলিম,
হাদিস:
১২১৮)
৬.
রুকনে
ইয়ামানি
ও
হাজরে
আসওয়াদের
মাঝে
উচ্চারণ
(কোরআনের
দোয়া):
রব্বানা
আতিনা
ফিদ্দুনইয়া
হাসানাহ,
ওয়া
ফিল
আখিরাতি
হাসানাহ,
ওয়া
কিনা
আযাবান
নার।
অর্থ:
হে
আমাদের
রব,
আমাদের
দুনিয়াতে
কল্যাণ
দাও,
আখিরাতেও
কল্যাণ
দাও
এবং
আগুনের
শাস্তি
থেকে
রক্ষা
করো।
(সুরা
বাকারা,
আয়াত:
২০১)
৭.
মাকামে
ইবরাহিমে
নামাজের
পর
দোয়া
উচ্চারণ:
রব্বিজ‘আলনি
মুকীমাস
সালাহ,
ওয়া
মিন
যুররিয়্যাতি।
অর্থ:
হে
আমার
রব,
আমাকে
নামাজ
কায়েমকারীদের
অন্তর্ভুক্ত
করো
এবং
আমার
সন্তানদেরও।
(সুরা
ইবরাহিম,
আয়াত:
৪০)
এডমিন 










