অভিযোগের
বিষয়ে
নুরুজ্জামান
বেপারী
ও
আশিকুর
রহমান
বলেন,
তাঁরা
কারও
কাছ
থেকে
চাঁদা
চাননি।
কৌশলগত
কারণে
রাস্তাটি
বন্ধ
করেছেন।
সেটি
কী
ধরনের
কৌশল,
জানতে
চাইলে
তাঁরা
বলেন,
গ্রামবাসীর
সঙ্গে
তাঁদের
‘বোঝাপড়া’
আছে।
রাস্তাটি
বন্ধ
করে
দেওয়ার
প্রতিবাদে
গতকাল
দুপুরে
সারপাড়
গ্রামে
মানববন্ধন
হয়।
এতে
বক্তারা
দ্রুত
বেড়া
খুলে
চলাচল
স্বাভাবিক
করার
দাবি
জানান।
তা
না
হলে
আরও
কর্মসূচির
হুঁশিয়ারি
দেন।
ইউএনও
আমজাদ
হোসেন
বলেন,
ওই
দুই
নেতার
বিরুদ্ধে
লিখিত
অভিযোগ
পেয়েছেন।
সমস্যাটি
সমাধানের
জন্য
আজ
বুধবার
বিকেলে
দুই
পক্ষকে
তাঁর
কার্যালয়ে
ডেকেছেন।
বিষয়টি
মীমাংসার
চেষ্টা
চলছে।
এডমিন 









