প্রথমার্ধের
শেষ
দিকে
কিংস
চাপ
বাড়ায়,
কিন্তু
মোহামেডানের
গোলকিপার
সুজন
হোসেন
দারুণভাবে
রুখে
দেন
কয়েকটা
আক্রমণ।
দ্বিতীয়ার্ধের
শুরুতেই
বোঝা
যায়,
লড়াইটা
আরও
জমবে।
দুই
দলই
গোলের
জন্য
মরিয়া।
কিন্তু
ম্যাচের
মোড়
ঘুরে
যায়
৬৩
মিনিটে।
কিংসের
সোহেল
রানা
সিনিয়র
মাঝমাঠে
ফাউল
করে
দ্বিতীয়
হলুদ
কার্ড
দেখলেন।
১০
জনের
দলে
পরিণত
হলো
কিংস।
কিন্তু
এরপর
যা
হলো,
সেটা
কিছুটা
অবিশ্বাস্যই!
১০
জন
নিয়ে
তিন
মিনিটের
মধ্যে
দুবার
গোল
করে
ম্যাচ
নিজেদের
করে
নেয়
কিংস।
৭২
মিনিটে
এগিয়ে
যায়
কিংস।
সোহেল
রানার
কর্নার
আটকাতে
গিয়ে
বল
শরীরে
লেগে
সামনে
চলে
আসে
মেহেদী
হাসানের।
সুযোগ
হাতছাড়া
করেননি
অগুস্তো,
বাঁ
পায়ের
শটে
বল
জালে
জড়ান।
এর
দুই
মিনিট
পর
স্বাগতিকদের
রক্ষণের
ভুলে
গোল
করেন
সানডে।
৮৬
মিনিটে
মোহামেডানের
ভুলে
চতুর্থ
গোলও
পায়
কিংস।
সানডের
বাড়ানো
বল
থেকে
দরিয়েলতন
সহজেই
জালে
পাঠান।
এডমিন 















