গতকাল
ক্যাপস্যাট
কর্মকর্তারা
এক
ভিডিও
বার্তায়
দাবি
করেন,
এখন
থেকে
মাদাগাস্কার
সেনাবাহিনীর
সব
আদেশ—হোক
তা
স্থল,
বিমান
বা
নৌ—ক্যাপস্যাট
সদর
দপ্তর
থেকেই
জারি
হবে।
কর্মকর্তারা
বলেন,
তাঁরা
জেনারেল
ডেমোস্থেন
পিকুলাসকে
সেনাবাহিনীর
প্রধান
হিসেবে
নিয়োগ
দিয়েছেন।
অন্য
ইউনিটগুলো
বা
বর্তমান
সামরিক
কমান্ড
থেকে
এ
তাৎক্ষণিক
কোনো
প্রতিক্রিয়া
জানায়নি।
এর
আগে
আন্তানানারিভো
শহরের
উপকণ্ঠে
অবস্থিত
একটি
সেনা
ব্যারাকে
সেনাসদস্যদের
মধ্যে
একটি
বৈঠক
হয়।
ওই
সময়
মাদাগাস্কারের
সেনাবাহিনীর
বিশেষ
ইউনিট
সিএপিএসএটির
সেনাসদস্যরা
প্রেসিডেন্টের
পদত্যাগ
চেয়ে
বিক্ষোভকারীদের
করা
দাবির
সঙ্গে
সংহতি
প্রকাশের
আবেদন
জানান,
যা
বিরল
ঘটনা।
কারণ,
২০০৯
সালে
রাজোয়েলিনার
উত্থানের
ক্ষেত্রে
এই
সিএপিএসএটি
ইউনিটের
মুখ্য
ভূমিকা
ছিল।
এডমিন 















