কোরআন
ও
সহিহ
হাদিসের
আলোকে
ইসলামি
আকিদার
মূলভিত্তি
কয়েকটি
বিষয়ে
সংক্ষেপে
বলা
যায়:
১.
আল্লাহর
একত্বে
বিশ্বাস
(তাওহিদ)।
আল্লাহ
এক,
তাঁর
কোনো
শরিক
নেই।
কোরআনে
বলা
হয়েছে,
“বলুন,
তিনিই
আল্লাহ,
তিনি
এক।”
(সুরা
ইখলাস,
আয়াত:
১)
২.
ফেরেশতাদের
প্রতি
ইমান।
তারা
আল্লাহর
বান্দা,
যারা
আল্লাহর
নির্দেশই
পালন
করে।
৩.
আসমানি
কিতাবসমূহে
বিশ্বাস।
শ্রেষ্ঠ
৪টি
কিতাব
হলো,
তাওরাত,
যাবুর,
ইঞ্জিল
ও
সর্বশেষ
কোরআনুল
কারিম।
৪.
নবী-রাসুলদের
প্রতি
ইমান।
আল্লাহ
মানুষকে
পথ
দেখানোর
জন্য
নবী-রাসুল
পাঠিয়েছেন,
তাদের
মধ্যে
সর্বশেষ
রাসুল
হলেন
মুহাম্মদ
(সা.)।
৫.
আখেরাতের
প্রতি
ইমান।
মৃত্যু-পরবর্তী
জীবন,
হাশর-নাশর,
জান্নাত-জাহান্নাম
সবই
সত্য।
৬.
তাকদিরের
প্রতি
ইমান।
মানে
ভালো-মন্দ
সব
আল্লাহর
কুদরতের
অন্তর্ভুক্ত।
এগুলো
মিলেই
ইসলামের
আকিদার
ছয়টি
স্তম্ভ,
যা
একত্রে
‘ইমান’
নামে
পরিচিত।
(ইবনে
আবিল
ইজ্জ,
শরহুল
আকিদা
আত-তাহাবিয়া,
দারুস
সালাম,
রিয়াদ:
২০০০)
এডমিন 








