বিজয়ের
মাস
উপলক্ষে
১
ডিসেম্বর
থেকে
‘বিজয়
মশাল
রোড
শো’
কর্মসূচির
ঘোষণা
দিয়েছিল
বিএনপি।
খালেদা
জিয়ার
অসুস্থতার
কারণে
ঘোষিত
কর্মসূচি
গতকাল
স্থগিত
করেছে
দলটি।
গতকাল
দুপুরে
রাজধানীর
নয়াপল্টনে
বিএনপির
কার্যালয়ে
জরুরি
সংবাদ
সম্মেলন
ডেকে
এ
সিদ্ধান্তের
কথা
জানান
দলের
জ্যেষ্ঠ
যুগ্ম
মহাসচিব
রুহুল
কবির
রিজভী।
তিনি
বলেন,
দলের
চেয়ারপারসন
বেগম
খালেদা
জিয়া
এভারকেয়ার
হাসপাতালে
জীবন-সংগ্রামে
রয়েছেন।
তাঁর
এই
গুরুতর
অসুস্থ
অবস্থায়
বিএনপি
কর্মসূচিটি
স্থগিত
রাখছে।
রিজভী
বলেন,
‘আমরা
সবাই
আল্লাহর
কাছে
দোয়া
করছি
প্রতিনিয়ত
প্রতি
মুহূর্ত।
শুধু
বিএনপির
নেতা-কর্মী
নয়,
দেশের
অন্যান্য
রাজনৈতিক
দল,
সংগঠন
বা
সমর্থক,
তাঁরাও
দোয়া
করছেন।’
বিজয়
দিবস
উপলক্ষে
গত
শনিবার
সারা
দেশে
বিজয়
মশাল
রোড
শোর
পক্ষকালব্যাপী
কর্মসূচি
ঘোষণা
করেছিল
বিএনপি।
চট্টগ্রামের
কালুরঘাট
থেকে
আজ
১
ডিসেম্বর
এই
কর্মসূচি
শুরু
হওয়ার
কথা
ছিল।
বিভিন্ন
জেলা
ও
বিভাগ
ঘুরে
১৬
ডিসেম্বর
ঢাকায়
মানিক
মিয়া
অ্যাভিনিউতে
মহাসমাবেশের
মধ্য
দিয়ে
এই
কর্মসূচি
শেষ
হতো।
কিন্তু
এক
দিনের
মাথায়
সেই
কর্মসূচি
স্থগিত
করল
বিএনপি।
এডমিন 








