যুক্তরাষ্ট্রের
টেনেসি
অঙ্গরাজ্যে
সামরিক
বাহিনীর
জন্য
বিস্ফোরক
তৈরির
একটি
কারখানায়
বিস্ফোরণ
হয়েছে।
এতে
কয়েকজন
নিহত
হয়েছেন
বলে
তাৎক্ষণিকভাবে
জানিয়েছে
আইনশৃঙ্খলা
রক্ষাকারী
বাহিনী।
এ
ঘটনার
পর
বেশ
কয়েকজনকে
খুঁজে
পাওয়া
যাচ্ছে
না।
স্থানীয়
পুলিশ
কর্মকর্তা
ক্রিস
ডেভিস
বলেন,
কারখানাটি
অ্যাকুরেট
এনার্জেটিক
সিস্টেমস
নামের
একটি
প্রতিষ্ঠানের।
শুক্রবার
সকাল
পৌনে
আটটার
দিকে
সেখানে
বিস্ফোরণ
হয়।
প্রাথমিকভাবে
কতজন
হতাহত
হয়েছেন,
তা
বলা
যাচ্ছে
না।
এডমিন 










