১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লির স্বামী চৈতন্যানন্দ হোয়াটসঅ্যাপে ছাত্রীদের কী ধরনের বার্তা পাঠাতেন

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • 34

এক
ছাত্রীর
সঙ্গে
কথোপকথনে
৬২
বছর
বয়সী
ওই
ব্যক্তি
এমন
কথা
লিখেছেন
যাতে
দেখা
যায়,
তিনি
দুবাইয়ের
এক
শেখের
কথা
বলে
এক
ছাত্রীকে
সঙ্গী
খুঁজে
দেওয়ার
কথা
বলেছেন।
তাঁর
কোনো
সহপাঠী
বা
জুনিয়র
কেউ
আছে
কি
না,
জানতে
চেয়েছেন।
ওই
ছাত্রী
‘না’
সূচক
জবাব
দিয়েছেন।

আরেকটি
চ্যাটে
দেখা
যায়,
চৈতন্যানন্দ
এক
ছাত্রীকে
বারবার
‘বেবি’
‘বেবি
ডটার
ডল’
বলে
সম্বোধন
করছেন।

একবার
স্বামী
চৈতন্যানন্দ
লিখেছিলেন,
‘শুভ
সন্ধ্যা
আমার
সবচেয়ে
প্রিয়
বেবি
ডটার
ডল।’

জবাবে
ওই
ছাত্রী
লিখেছেন,
‘এখানে
তো
দুপুর
স্যার,
শুভ
দুপুর।
আপনি
কিছু
খেয়েছেন
স্যার?’

অন্য
একটি
চ্যাটে
স্বামী
চৈতন্যানন্দ
‘ডিসকো
ডান্স’
করার
বিষয়ে
রসিকতা
করে
ছাত্রীকে
বার্তা
দেন।
ছাত্রীটি
তাঁর
সঙ্গে
এতে
যোগ
দিতে
চান
কি
না,
তা
জানতে
চান।
ছাত্রীটি
সম্ভবত
ভদ্রতার
খাতিরে
উত্তরে
লেখে,
‘ওয়াও
স্যার,
দারুণ।’

আরেকটি
কথোপকথনে
স্বামী
চৈতন্যানন্দ
এক
ছাত্রীকে
জিজ্ঞেস
করেন,
‘তুমি
আমার
সঙ্গে
ঘুমাবে
না?’

ট্যাগঃ

দিল্লির স্বামী চৈতন্যানন্দ হোয়াটসঅ্যাপে ছাত্রীদের কী ধরনের বার্তা পাঠাতেন

আপডেট সময়ঃ ১২:০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

এক
ছাত্রীর
সঙ্গে
কথোপকথনে
৬২
বছর
বয়সী
ওই
ব্যক্তি
এমন
কথা
লিখেছেন
যাতে
দেখা
যায়,
তিনি
দুবাইয়ের
এক
শেখের
কথা
বলে
এক
ছাত্রীকে
সঙ্গী
খুঁজে
দেওয়ার
কথা
বলেছেন।
তাঁর
কোনো
সহপাঠী
বা
জুনিয়র
কেউ
আছে
কি
না,
জানতে
চেয়েছেন।
ওই
ছাত্রী
‘না’
সূচক
জবাব
দিয়েছেন।

আরেকটি
চ্যাটে
দেখা
যায়,
চৈতন্যানন্দ
এক
ছাত্রীকে
বারবার
‘বেবি’
‘বেবি
ডটার
ডল’
বলে
সম্বোধন
করছেন।

একবার
স্বামী
চৈতন্যানন্দ
লিখেছিলেন,
‘শুভ
সন্ধ্যা
আমার
সবচেয়ে
প্রিয়
বেবি
ডটার
ডল।’

জবাবে
ওই
ছাত্রী
লিখেছেন,
‘এখানে
তো
দুপুর
স্যার,
শুভ
দুপুর।
আপনি
কিছু
খেয়েছেন
স্যার?’

অন্য
একটি
চ্যাটে
স্বামী
চৈতন্যানন্দ
‘ডিসকো
ডান্স’
করার
বিষয়ে
রসিকতা
করে
ছাত্রীকে
বার্তা
দেন।
ছাত্রীটি
তাঁর
সঙ্গে
এতে
যোগ
দিতে
চান
কি
না,
তা
জানতে
চান।
ছাত্রীটি
সম্ভবত
ভদ্রতার
খাতিরে
উত্তরে
লেখে,
‘ওয়াও
স্যার,
দারুণ।’

আরেকটি
কথোপকথনে
স্বামী
চৈতন্যানন্দ
এক
ছাত্রীকে
জিজ্ঞেস
করেন,
‘তুমি
আমার
সঙ্গে
ঘুমাবে
না?’