জেরুজালেমের
‘ওল্ড
সিটি’তে
পাথরে
বাঁধানো
অলিগলির
ভেতরে
দাঁড়িয়ে
আছে
সময়ের
এক
নীরব
সাক্ষী—খালিদি
লাইব্রেরি।
১৯০০
সালে
পুরোনো
জেরুজালেমে
আল–আকসা
মসজিদের
কাছে
বাব
আল-সিলসিলা
রোডে
অটোমান
শাসনামলে
এটি
গড়ে
তোলা
হয়।
প্রতিষ্ঠাতা
হাজি
রাগিব
আল-খালিদি
ও
তাঁর
পরিবার।
পরিবারের
নিজস্ব
উদ্যোগে
সংগৃহীত
পাণ্ডুলিপিগুলো
একত্র
করে
লাইব্রেরিটি
প্রতিষ্ঠা
করেন
খালিদি।
শুরু
থেকেই
এ
সংগ্রহ—গবেষক,
ইতিহাসবিদ
ও
বিশিষ্ট
পাঠকের
জন্য
উন্মুক্ত
ছিল।
উসমানীয়
যুগে
খালিদি
পরিবারের
বহু
সদস্য
বিচারপতি,
আলেম
ও
প্রশাসকের
মতো
গুরুত্বপূর্ণ
পদে
নিযুক্ত
ছিলেন।
তাঁরা
সে
সময়
জেরুজালেমের
সামাজিক,
ধর্মীয়
ও
সাংস্কৃতিক
জীবনের
নেতৃত্ব
দিতেন।
এই
লাইব্রেরি
প্রতিষ্ঠার
মাধ্যমে
ঐতিহ্য
ও
জ্ঞানচর্চাকে
ভবিষ্যৎ
প্রজন্মের
জন্য
সংরক্ষণ
করেছেন।
লাইব্রেরির
সংগ্রহে
আছে
হাজার
বছরের
পুরোনো—দর্শন,
জ্যোতির্বিজ্ঞান,
কবিতা
ও
ইতিহাসের
অমূল্য
সব
হাতে
লেখা
পাণ্ডুলিপি।
কিছু
কপি
সোনালি
কালিতে
অলংকৃত।
এখানে
সংরক্ষিত
হাতে
লেখা
১২
শতাধিক
পাণ্ডুলিপি
ফিলিস্তিনি
ও
আরবি
বুদ্ধিবৃত্তিক
ঐতিহ্যকে
ধারণ
করছে।
একই
সঙ্গে
জেরুজালেমের
বৌদ্ধিক
সংস্কৃতিরও
প্রমাণ
বহন
করে
চলেছে।
অবশ্য
এককভাবে
শুধু
ফিলিস্তিনিদের
বা
আরবি
সাহিত্যের
গৌরবেরই
নয়,
একই
সঙ্গে
এটি
ফারসি
ও
তুর্কি
ভাষাভিত্তিক
জ্ঞানচর্চারও
মিলনস্থল।
এডমিন 






