গণমাধ্যম
সংস্কার
কমিশনের
সুপারিশ
নিয়ে
অধ্যাপক
গীতি
আরা
নাসরীন
আরও
বলেন,
‘আমরা
তো
সুপারিশ
দিয়েছি।
এরপরে
বাস্তবতা
নিয়ে
অনেক
আলাপ
করেছি।
আমরা
যদি
সক্রিয়
না
হই,
তাহলে
ভবিষ্যৎ
অন্ধকার।’
আগামী
দিনে
বাংলাদেশের
সংবাদমাধ্যম
নিয়ে
কোন
জায়গায়
থাকতে
চান,
সে
বিষয়ে
দেশের
রাজনৈতিক
দলগুলোর
পরিষ্কার
অঙ্গীকার
প্রয়োজন
বলে
উল্লেখ
করেছেন
তিনি।
দেশের
গণমাধ্যমগুলো
পাঠক–দর্শকদের
কাছে
দায়বদ্ধতা
দেখাচ্ছে
না
বলে
মনে
করছেন
গীতি
আরা
নাসরীন।
তিনি
বলেন,
‘গণমাধ্যম
তো
আমার
কাছে
দায়বদ্ধ
হওয়ার
কথা,
তাই
না?
আমার
জন্যই
তো
গণমাধ্যম।
কিন্তু
মনে
হয়
না
যে
গণমাধ্যম
কারও
কাছে
দায়বদ্ধ।’
এই
দায়বদ্ধতা
তৈরির
বিষয়ে
গণমাধ্যম
সংস্কার
কমিশনের
পক্ষ
থেকে
সুপারিশ
করা
হয়েছে
বলে
জানান
তিনি।
তা
ছাড়া
সংবাদমাধ্যম
প্রতিষ্ঠানগুলোর
বিভিন্ন
সীমাবদ্ধতার
কারণে
সাংবাদিকদের
মধ্যে
হতাশা
কাজ
করে
বলে
মন্তব্য
করেছেন
অধ্যাপক
গীতি
আরা
নাসরীন।
এ
প্রসঙ্গে
তিনি
সাম্প্রতিক
সময়ে
দুই
সাংবাদিকের
আত্মহত্যা
ও
এসব
ঘটনা
ঘিরে
আলোচনার
বিষয়গুলো
তুলে
ধরেন।
এডমিন 









